কাউন্সিল শেষে নওগাঁয় সড়ক পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:১৭
বালুডাঙ্গা এলাকার নওগাঁ কনভেনশন সেন্টারের সামনে কাউন্সিল পরবর্তী ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : বাসস

নওগাঁ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় গতকাল সোমবার। এ দিন শহরের বালুডাঙ্গা এলাকার নওগাঁ কনভেনশন সেন্টারের সামনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা মধ্যাহ্নভোজ করেন। এ সময় প্লাস্টিকের বোতল, প্যাকেটসহ নানা আবর্জনা ফেলা হয় রাস্তায়। সেই ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন তারা। 

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বালুডাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের নেতৃত্বে নেতাকর্মীরা ঝাড়ু, ডাস্টবিন ও প্লাস্টিকের বস্তা নিয়ে রাস্তায় নেমেছেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে।

এ সময় নবনির্বাচিত এ নেতা বলেন, জেলা কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল সমাবেশ শেষে নিজের ব্যবহৃত স্থান পরিষ্কার করা। সেই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা নিজেরা ঝাড়ু হাতে রাস্তায় নেমেছি পরিচ্ছন্নতার জন্য।  

তিনি আরও বলেন, আমরা চাই শুধু রাস্তাই নয়, এই দেশ থেকেও সকল রাজনৈতিক ও সামাজিক ময়লা দূর করে একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।

এ সময় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান মুস্তাকিন আহম্মেদ নিপু, রুবেল হোসেন, সদস্য জুলহাস উর রশিদ, শামীনুর রহমান, সাহারাজ আলম সনি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা একে হানিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা বিএনপির এই ব্যতিক্রমী পদক্ষেপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, এমন দায়িত্বশীলতা ও সচেতনতা রাজনীতির প্রতি মানুষের আস্থা বাড়াবে। এর মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের গুরুত্ব 
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫
সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের
আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব
১০