পদ্মার পানি বৃদ্ধিতে নদীপাড়ের হাজার হাজার মানুষ পানিবন্দী

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৭:৩৩
পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ছবি : বাসস

কুষ্টিয়া, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্লাবিত হয়েছে নদীপারের নিম্নাঞ্চল ও চরের আবাদি জমি, ডুবে গেছে চলাচলের রাস্তা।

আজ বুধবার দুপুরে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১২.৯০ সেন্টিমিটারে, যা বিপৎসীমার এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গেল এক সপ্তাহে পদ্মা নদীর পানি বেড়েছে এক মিটারের বেশি। আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল বাসসকে জানান, প্রতিদিন অস্বাভাবিক হারে পানি বাড়ছে। নিম্নাঞ্চলের ধান, মরিচ ও পাটের ক্ষেত তলিয়ে গেছে। ঘরবাড়ি প্লাবিত না হলেও মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ বাসসকে জানান, দুই ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয় পানিতে তলিয়ে থাকায় পাঠদান বন্ধ রাখা হয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বাসসকে বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বাসসকে বলেন, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় কিছুটা শঙ্কা সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ সকল বাঁধ এলাকা বাড়তি নজরদারিতে রয়েছে। সমস্যা মোকাবেলায় এরইমধ্যে সব ধরনের প্রস্তুতিও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০