মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনে দিঘীরপাড় বাজারে ৭ টি প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৮:৫৪
পদ্মার ভাঙনে দিঘীরপাড় বাজারে ৭ টি প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন। ছবি : বাসস

মুন্সীগঞ্জ ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার টংগিবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী দিঘীরপাড় বাজারে পদ্মার আকস্মিক ভাঙনে ৭ টি দোকান, সার ও পাটের গুদাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে জিও ব্যাগ এবং ব্লক ফেলা হয়েছে।

টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গতকাল মঙ্গলবার রাত ৮ টায় হঠাৎ করে দিঘীরপার বাজার এলাকায় পদ্মা নদীতে ঘূর্ণিস্রোতে নদী ভাঙন দেখা দেয়। এ সময় দিঘীরপাড় বাজারের ৭ টি দোকান, সার ও পাটের গুদাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। আজ সকাল পর্যন্ত ভাঙন অব্যাহত থাকে। পানি উন্নয়ন বোর্ড ভাঙন এলাকায় জিও ব্যাগ এবং ব্লক ফেলায় ভাঙন রোধ হয়েছে। 

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, প্রায় ৩০ মিটার এলাকা ভাঙনে ক্ষতিগস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা নদী ভাঙন রোধে একটি প্রকল্প চলমান রয়েছে। ইতিমধ্যে প্রকল্পটির ৬০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প মেয়াদ ২০২৬ সালের জুন মাসের মধ্যে বাকী কাজ সম্পন্ন হবে।

ভাঙতে থাকা প্রতিষ্ঠান সমূহ নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময় ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ফেনীতে পরিবেশগত মৌলিক সমস্যা ও উত্তরণে অংশীজন সভা
সরকারের নীতি প্রনয়ণে পথ দেখাবে তরুণরা : ফয়েজ তৈয়্যব
নেত্রকোনা দুদকের ১৮৩তম গণশুনানি অনুষ্ঠিত 
বদরুদ্দীন উমর স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি : তারেক রহমান
সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের অশ্রুসিক্ত মা
জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা হবে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
ঝটিকা মিছিল : গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামজাসহ ৪ জন কারাগারে
১০