সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:১০

সাতক্ষীরা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে মাদকসহ ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুশখালী, গাজীপুর, মাদরা, তলুগাছা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে এবং গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল অলির ঘের নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা আমবাগান নামক স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কাঠালতলা নামক স্থান হতে ও চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। 

জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৯৮ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন প্রধান উপদেষ্টা
৪ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’
বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স
চট্টগ্রামে ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রাইভেটকার রাস্তায়, পথচারী নিহত
সংসদ নির্বাচন : ইসির আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা সভা ২৭ নভেম্বর
মেজর সিনহা হত্যায় হাইকোর্টে আসামিদের দণ্ড বহালের রায় প্রকাশ
প্লে—অফ ম্যাচে ইতালির প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কোরআন বিতরণ 
১০