সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:১০

সাতক্ষীরা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে মাদকসহ ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুশখালী, গাজীপুর, মাদরা, তলুগাছা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে এবং গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল অলির ঘের নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা আমবাগান নামক স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কাঠালতলা নামক স্থান হতে ও চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। 

জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৯৮ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০