মোংলায় বাঁধ ভেঙে ডুবেছে গ্রাম, ফসলি জমি 

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৩:২৫
প্রতীকী ছবি

আজাদ রুহুল আমিন

বাগেরহাট, ১৫ আগস্ট ২০২৫ (বাসস): কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বাগেরহাটের মোংলার বিভিন্ন এলাকায় পশুর নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রবল স্রোতে চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে অসংখ্য বাড়ি-ঘর, ফসলি জমি ও শতাধিক মাছের ঘের। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

‎স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে বেড়ি বাঁধের একটি অংশ ধসে পড়ে।  এতে মুহূর্তের মধ্যে প্লাবিত হয় আশপাশের কয়েকটি গ্রাম। পানির তোড়ে নদীতে ভেসে গেছে ঘেরের মাছ, ক্ষেতের সবজি ও গবাদিপশু। দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের বাসিন্দারা।

‎তারা আরও জানান, এরইমধ্যে ভাঙনকবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন। নদীর পানি আরও বাড়তে থাকলে আশপাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।  

জালচিরা গ্রামের মৎস্যচাষী মো. মিঠুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাঁধ ভাঙার পর সব শেষ হয়ে গেছে। আমার ঘেরের মাছ নদীতে চলে গেছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। 

‎চিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নিউটন ডাকুয়া বলেন, বাঁধ ভেঙে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। চাষিদের মাছ, কৃষকদের জমি সব শেষ। যদি দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা না করা হয়, তাহলে আরও বড় বিপর্যয় নেমে আসবে।

‎এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার সুমী বাসসকে  জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০