মোংলায় বাঁধ ভেঙে ডুবেছে গ্রাম, ফসলি জমি 

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৩:২৫
প্রতীকী ছবি

আজাদ রুহুল আমিন

বাগেরহাট, ১৫ আগস্ট ২০২৫ (বাসস): কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বাগেরহাটের মোংলার বিভিন্ন এলাকায় পশুর নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রবল স্রোতে চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে অসংখ্য বাড়ি-ঘর, ফসলি জমি ও শতাধিক মাছের ঘের। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

‎স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে বেড়ি বাঁধের একটি অংশ ধসে পড়ে।  এতে মুহূর্তের মধ্যে প্লাবিত হয় আশপাশের কয়েকটি গ্রাম। পানির তোড়ে নদীতে ভেসে গেছে ঘেরের মাছ, ক্ষেতের সবজি ও গবাদিপশু। দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের বাসিন্দারা।

‎তারা আরও জানান, এরইমধ্যে ভাঙনকবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন। নদীর পানি আরও বাড়তে থাকলে আশপাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।  

জালচিরা গ্রামের মৎস্যচাষী মো. মিঠুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাঁধ ভাঙার পর সব শেষ হয়ে গেছে। আমার ঘেরের মাছ নদীতে চলে গেছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। 

‎চিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নিউটন ডাকুয়া বলেন, বাঁধ ভেঙে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। চাষিদের মাছ, কৃষকদের জমি সব শেষ। যদি দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা না করা হয়, তাহলে আরও বড় বিপর্যয় নেমে আসবে।

‎এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার সুমী বাসসকে  জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০