মাদারীপুরে ৫ দোকান আগুনে পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৩:৩০
ছবি: বাসস

মাদারীপুর, ১৫ আগস্ট ২০২৫ (বাসস): মাদারীপুরের সদর উপজেলায় ইজিবাইক, অটোভ্যান ও মোটর সাইকেলসহ ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে মস্তফাপুর ইউনিয়নের সিকিনওয়হাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ব্যবসায়ী কার্যক্রম শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ১১ টার দিকে একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় মসজিদে মাইকিং করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী। 

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মাদারীপুর স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে জানি আলম মাতুব্বরের অটো গ্যারেজে থাকা ৪টি ইজিবাইক, ২টি অটোভ্যান ও একটি মোটরসাইকেলসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব না বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাইজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান।

ক্ষতিগ্রস্থ অন্যরা হলেন, স্যান্ডেল ব্যবসায়ী নূর হক মাতুব্বর, সার ও কীটনাশক ব্যবসায়ী বাচ্চু কাজী, দর্জি বোরহান মাতুব্বর, মুদি দোকানী জাকির মাতুব্বর।

ওয়্যারহাইজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই ৫টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমাদের ধারণা। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের প্রতিশ্রুতি : কোনোভাবেই ভয়ভীতি বা চাপের কাছে নত হবেন না
ন্যায্য মজুরি থেকে বঞ্চিত তিন স্থলবন্দরের পাথর শ্রমিকরা
জুলাই মাসে মার্কিন উৎপাদক মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ
জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ : সেনাবাহিনীর উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন
রাঙ্গামাটিতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের প্রার্থনা
বেগম খালেদা জিয়াকে কারাগারে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি মির্জা আব্বাসের
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন হান্নান মাসউদ
শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়নাঘরে থাকতে হতো : আব্দুল হান্নান মাসউদ
প্রতিবন্ধিত্ব জয় করে সফল দিনাজপুরের রাজিউল
কুড়িগ্রামে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত
১০