খালেদা জিয়ার  জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে কোরআন খতম ও দোয়া মাহফিল 

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৬:৪৭
ছবি : বাসস

ময়মনসিংহ, ১৫ আগস্ট, ২০২৫, (বাসস): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর শিকারীকান্দা জামিয়াতুল সুন্নাহ মুযাহিরুল উলুম মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবুল হাসেম। 

অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. দিদারুল ইসলাম রাজুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়েও কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের মহানগর আহ্বায়ক মাওলানা মীর সাখাওয়াত হোসেন মোমেন। এতে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, একেএম মাহবুবুল আলমসহ নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০