দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৮:২৭

দিনাজপুর, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার বিরামপুর উপজেলায় আজ চলন্ত মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়া একনারী ও তার শিশু সন্তান সড়কে ট্রাক চাপায় নিহত হয়েছেন। 

আজ আজ শুক্রবার দুপুরে বিরামপুর পৌর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কোহিনুর বেগম (২৭) ও তার তিনমাস বয়সি শিশু সন্তান সিফাত। কোহিনুর বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানী শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে স্ত্রী কোহিনুর বেগম ও তিনমাসের শিশু সিফাতকে নিয়ে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বিরামপুর পৌর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের পিছনে বসা স্ত্রী কোহিনুর বেগম ভারসাম্য হারিয়ে শিশুসহ রাস্তায় পড়ে যান। এ সময় পিছন থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে বিরামপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে। 

সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তান- দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মমতাজুল হক জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০