দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৮:২৭

দিনাজপুর, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার বিরামপুর উপজেলায় আজ চলন্ত মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়া একনারী ও তার শিশু সন্তান সড়কে ট্রাক চাপায় নিহত হয়েছেন। 

আজ আজ শুক্রবার দুপুরে বিরামপুর পৌর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কোহিনুর বেগম (২৭) ও তার তিনমাস বয়সি শিশু সন্তান সিফাত। কোহিনুর বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানী শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে স্ত্রী কোহিনুর বেগম ও তিনমাসের শিশু সিফাতকে নিয়ে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বিরামপুর পৌর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের পিছনে বসা স্ত্রী কোহিনুর বেগম ভারসাম্য হারিয়ে শিশুসহ রাস্তায় পড়ে যান। এ সময় পিছন থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে বিরামপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে। 

সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তান- দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মমতাজুল হক জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা থেকে আরও এক জিম্মির মৃতদেহ পেল ইসরাইল
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন পান্ত
জয়পুরহাটের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় রেস্টুরেন্টকে জরিমানা 
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাল নোট প্রতিরোধে বিজিবি’র নজরদারি জোরদার
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
খুলনার ঝপঝপিয়া নদীর ভাঙনে আতঙ্কে ছয় গ্রামের বাসিন্দা 
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
১০