নীলফামারী, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : তিস্তা নদীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ২৩ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডালিয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারাজ পয়েণ্টে শুক্রবার নদীর পানি সকাল ছয়টায় বিপৎসীমার ২০ সেণ্টিমিটার, সকাল নয়টায় ২৩ সেণ্টিমিটার, বেলা ১২টায় ২২ সেণ্টিমিটার এবং বিকাল তিনটায় ২৩ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বৃহস্পতিবার সেখানে সর্বোচ্চ পানি প্রবাহ ছিল বিপৎসীমার ১৮ সেণ্টিমিটার ওপরে। পয়েণ্টটিতে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
গতকাল বৃহস্পতিবার ডালিয়া পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১৮ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
আজ নদীর পানি বিপৎসীমার নিচে নামায় এসব এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, তার ইউনিয়নে পানিবন্দী ছিল প্রায় দেড়হাজার পরিবার। শুক্রবার নদীর পানি কমায় এসব পরিবারের বাড়িঘর থেকে পানি নেমে গেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘উজানের ঢল কমায় শুক্রবার তিস্তা নদীর পানি কমে গেছে। পানি আরও কমবে, পরিস্থিতি স্বাভাবিক আছে’।