নেত্রকোণায় বিএডিসি ভবনের ছাদ ধসে তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন 

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৩২
ছবি : বাসস

নেত্রকোণা,  ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় বিএডিসি’র (সেচ) পুরাতন ভবনের ছাদ ধসে তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত তিনজন ও আহত তিনজন শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত পরিবারের মাঝে নগদ ৫০ হাজার ও আহতদের মাঝে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, বিএডিসি‘র প্রধান প্রকৌশলী (নির্মাণ) মুহাম্মদ বদরুল আলম, নেত্রকোণা বিএডিসি (সেচ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান।

বিএডিসির প্রধান প্রকৌশলী মো. বদরুল আলমকে আহবায়ক করে শুক্রবার এ কমিটি গঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোণা বিএডিসি বিভাগের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। তদন্ত কমিটির সদস্য দুজন হলেন, সেচ বিভাগের কিশোরগঞ্জ প্রকৌশলের তত্বাবধায়ক পঙ্কজ কর্মকার ও কিশোরগঞ্জের (সেচ) নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন।

নিহতরা হলেন- সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) ও নেত্রকোনা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)। আহতরা হলেন, হাসান মিয়া (৩৮), সাইফুল ইসলাম (৩৫) ও রছু মিয়া। 

ঘটনার দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের মধ্যে ২০ হাজার এবং আহতের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা জেলা সদরে বিএডিসি অফিসের একটি পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত এবং আহত হয় আরো তিনজন। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০