চাঁপাইনবাবগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালন এবং তার সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল করেছে বিএনপি।
আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা শহরের টাউন ক্লাব হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির জেলা শাখার আহবায়ক গোলাম জাকারিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট গোলাম কবির, সদর থানা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, জেলা ছাত্রদলের আহবায়ক ইউসুফ রাজাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দোয়ায় খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র স্বাধীনতা যুদ্ধে এবং ২৪’ এর গণঅভ্যুথানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।