কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৪১

কক্সবাজার, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সামির (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক সুষ্ময় দাশ।

মারা যাওয়া সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। পেশায় রেফ্রিজারেটর মেকানিক। তারা চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে গিয়েছেন বলে পুলিশকে জানান অপর ৩ বন্ধু।

সামির বন্ধুদের বরাতে এসআই সুষ্ময় দাশ জানান, তারা চার বন্ধু মিলে শুক্রবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা নামে একটি হোটেলে ওঠেন। সেখান থেকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। 

গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যায়। এ সময় কোনো লাইফগার্ডের সদস্য ছিল না। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে কূলের কাছে চলে এলে বন্ধুরা মিলে সামিরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুষ্ময় দাশ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সামির বন্ধুদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা থেকে আরও এক জিম্মির মৃতদেহ পেল ইসরাইল
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন পান্ত
জয়পুরহাটের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় রেস্টুরেন্টকে জরিমানা 
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাল নোট প্রতিরোধে বিজিবি’র নজরদারি জোরদার
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
খুলনার ঝপঝপিয়া নদীর ভাঙনে আতঙ্কে ছয় গ্রামের বাসিন্দা 
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
১০