কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৪১

কক্সবাজার, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সামির (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক সুষ্ময় দাশ।

মারা যাওয়া সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। পেশায় রেফ্রিজারেটর মেকানিক। তারা চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে গিয়েছেন বলে পুলিশকে জানান অপর ৩ বন্ধু।

সামির বন্ধুদের বরাতে এসআই সুষ্ময় দাশ জানান, তারা চার বন্ধু মিলে শুক্রবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা নামে একটি হোটেলে ওঠেন। সেখান থেকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। 

গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যায়। এ সময় কোনো লাইফগার্ডের সদস্য ছিল না। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে কূলের কাছে চলে এলে বন্ধুরা মিলে সামিরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুষ্ময় দাশ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সামির বন্ধুদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০