কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৪১

কক্সবাজার, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সামির (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক সুষ্ময় দাশ।

মারা যাওয়া সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। পেশায় রেফ্রিজারেটর মেকানিক। তারা চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে গিয়েছেন বলে পুলিশকে জানান অপর ৩ বন্ধু।

সামির বন্ধুদের বরাতে এসআই সুষ্ময় দাশ জানান, তারা চার বন্ধু মিলে শুক্রবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা নামে একটি হোটেলে ওঠেন। সেখান থেকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। 

গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যায়। এ সময় কোনো লাইফগার্ডের সদস্য ছিল না। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে কূলের কাছে চলে এলে বন্ধুরা মিলে সামিরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুষ্ময় দাশ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সামির বন্ধুদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০