মানুষের হৃদয়ে আওয়ামী লীগ-শেখ মুজিব ছিল না : এ্যানি

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৪৯
ছবি : বাসস

 
লক্ষ্মীপুর, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পরিণত হতে পারেনি। তারা একটি ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী শাসক, স্বৈরাচারী মনোভাব নিয়ে একটি অরাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, মানুষের হৃদয়ে আওয়ামী লীগ-শেখ মুজিব ছিল না।

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কাউকে ছাড় দেয়নি। কারণ দেশ শাসনের ক্ষেত্রে হাসিনা দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ, এটা কখনো চিন্তা করেননি। 

হাসিনা এ দেশে এসেছিল তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে উল্লেখ করে ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘এটা সাধারণ মানুষের মুখে সবসময় বলাবলি ছিল। আজকে ১৫ আগস্ট, তার (হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে- সেই আলোচনার সুযোগ আজকে তারা পায়নি, পাচ্ছে না। কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ের আওয়ামী লীগ ছিল না। মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিব পরিবার ছিল না। স্বাধীনতার পর থেকে ফ্যাসিস্ট বর্বর কায়দায়, জুলুম-নির্যাতন জঙ্গী শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল।
 
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুনসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০