মানুষের হৃদয়ে আওয়ামী লীগ-শেখ মুজিব ছিল না : এ্যানি

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৪৯
ছবি : বাসস

 
লক্ষ্মীপুর, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পরিণত হতে পারেনি। তারা একটি ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী শাসক, স্বৈরাচারী মনোভাব নিয়ে একটি অরাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, মানুষের হৃদয়ে আওয়ামী লীগ-শেখ মুজিব ছিল না।

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কাউকে ছাড় দেয়নি। কারণ দেশ শাসনের ক্ষেত্রে হাসিনা দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ, এটা কখনো চিন্তা করেননি। 

হাসিনা এ দেশে এসেছিল তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে উল্লেখ করে ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘এটা সাধারণ মানুষের মুখে সবসময় বলাবলি ছিল। আজকে ১৫ আগস্ট, তার (হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে- সেই আলোচনার সুযোগ আজকে তারা পায়নি, পাচ্ছে না। কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ের আওয়ামী লীগ ছিল না। মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিব পরিবার ছিল না। স্বাধীনতার পর থেকে ফ্যাসিস্ট বর্বর কায়দায়, জুলুম-নির্যাতন জঙ্গী শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল।
 
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুনসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা থেকে আরও এক জিম্মির মৃতদেহ পেল ইসরাইল
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন পান্ত
জয়পুরহাটের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় রেস্টুরেন্টকে জরিমানা 
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাল নোট প্রতিরোধে বিজিবি’র নজরদারি জোরদার
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
খুলনার ঝপঝপিয়া নদীর ভাঙনে আতঙ্কে ছয় গ্রামের বাসিন্দা 
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
১০