চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৫১

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। নিহতরা হলেন, কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের মো. রাকিব (২১) ও মো. জিহাদ (২০)।

আজ শুক্রবার দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, রাকিব ও জিহাদসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে রাঙামাটির সাজেক ভ্যালি বেড়াতে যাচ্ছিলেন। পথে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে রাকিব ও জিহাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। ধাক্কা খেয়ে তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে একই ট্রাক আবার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক আমির উদ্দিন (২৪) ও তার সহকারী জয়নাল আবেদীন (২০) পালানোর চেষ্টা করলে, বাকি চার বন্ধু মোটরসাইকেলে ধাওয়া দিয়ে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় গিয়ে তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০