চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৫১

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। নিহতরা হলেন, কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের মো. রাকিব (২১) ও মো. জিহাদ (২০)।

আজ শুক্রবার দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, রাকিব ও জিহাদসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে রাঙামাটির সাজেক ভ্যালি বেড়াতে যাচ্ছিলেন। পথে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে রাকিব ও জিহাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। ধাক্কা খেয়ে তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে একই ট্রাক আবার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক আমির উদ্দিন (২৪) ও তার সহকারী জয়নাল আবেদীন (২০) পালানোর চেষ্টা করলে, বাকি চার বন্ধু মোটরসাইকেলে ধাওয়া দিয়ে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় গিয়ে তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা থেকে আরও এক জিম্মির মৃতদেহ পেল ইসরাইল
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন পান্ত
জয়পুরহাটের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় রেস্টুরেন্টকে জরিমানা 
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাল নোট প্রতিরোধে বিজিবি’র নজরদারি জোরদার
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
খুলনার ঝপঝপিয়া নদীর ভাঙনে আতঙ্কে ছয় গ্রামের বাসিন্দা 
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
১০