চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৫১

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। নিহতরা হলেন, কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের মো. রাকিব (২১) ও মো. জিহাদ (২০)।

আজ শুক্রবার দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, রাকিব ও জিহাদসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে রাঙামাটির সাজেক ভ্যালি বেড়াতে যাচ্ছিলেন। পথে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে রাকিব ও জিহাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। ধাক্কা খেয়ে তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে একই ট্রাক আবার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক আমির উদ্দিন (২৪) ও তার সহকারী জয়নাল আবেদীন (২০) পালানোর চেষ্টা করলে, বাকি চার বন্ধু মোটরসাইকেলে ধাওয়া দিয়ে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় গিয়ে তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০