সনাতনীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আট দাবি উপস্থাপন

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৫২ আপডেট: : ১৫ আগস্ট ২০২৫, ২১:০৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশের ১ কোটি ৩১ লাখ সনাতনীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৮ দফা উপস্থাপন করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। 

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সৌরভ প্রিয় পাল পরমেশ্বর ভগবান শ্রী কৃঞ্চের মহা জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিগত ৫৩টি বছর সংখ্যালঘু সম্প্রদায়কে পাশের দেশের ইশারায় সব সময় ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করা হয়েছে। সনাতন সম্প্রদায় কোনো বিশেষ দলের সম্পদ বা খেলার পুতুল নয়। কোনো সরকার সনাতন সম্প্রদায়ের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করেনি। আমরা এদেশে সংখ্যালঘুর মতো বেঁচে থাকতে চাই না, বাংলাদেশী হয়ে বাঁচতে চাই। আমরা চাই না সনাতনীদের নিয়ে রাজনীতি করা হোক।’

এ সময় তিনি সরকারের কাছে সনাতনীদের অধিকার আদায়ে লিখিত ৮ দফা তুলে ধরেন। দাবিগুলো হলো, শ্রীকৃঞ্চের জন্মাষ্টমী উপলক্ষে ২ দিনের জাতীয় ছুটি, শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের জাতীয় ছুটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন ও সংখ্যলঘু সুরক্ষা আইন প্রণয়ন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীতকরণ, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে ও আবাসিক হলে ধর্মীয় উপসনালয় সংরক্ষণ, স্বাধীনতা পরবর্তী সকল সংখালঘু নির্যাতনের সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে মডেল মন্দির প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী ১৬ আগস্ট সনাতন ধর্মের প্রাণপুরুষ যুগবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য পলাশ চৌধুরী, বাপ্পু দে, অপু দে আকাশ, দিপক চৌধুরী কালু, রয়েল পাল, মিথুন আচ্যার্য, রনি দাশ ও সুকান্ত তালুকদার জুয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০