মেহেরপুর সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১ 

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:০৫
ছবি : সংগৃহীত

মেহেরপুর, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মুজিবনগর সীমান্তে আজ ৫১ হাজার মার্কিন ডলারসহ মাসেদুল হক (৩৮) নামের একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলায় আনন্দবাস বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় অভিযানকালে তাকে আটক করা হয়। 

আটক মাসেদুল হক (৩৮) মেহেরপুর উপজেলার মুজিবনগর উপজেলার খামারপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, আনন্দবাস বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার পাচার করা হবে- এমন তথ্যের ভিত্তিতে আনন্দবাস বিওপির সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবি’র একটি দল আনন্দবাস বিওপি'র মেইন পিলার ৯৯ থেকে আনুমানিক দুইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। দুপুরে শুন্যলাইন থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে আসা মাসেদুল হক একব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সঙ্গে থাকা ঘাসের বস্তা তল্লাশি করে পাঁচটি প্যাকেটের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। এ সময় আটককৃত মাসেদুল হকের কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মার্কিন ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য বাংলাদেশের মুদ্রায় ৬১ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মার্কিন ডলার ট্রেজারি অফিসে জমা দেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০