চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:২১
ছবি : বাসস

চাঁদপুর, ১৫ আগষ্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ ট্রাফিক আইন লঙ্ঘন করার ৩২ মামলায় বিভিন্ন যানবাহনকে মোট একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক চেকপোস্টে তল্লাশিকালে বিভিন্ন যানবাহনকে এসব জরিমানা করা হয়।

শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

যৌথ বাহিনী সূত্রে যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে ১০৯ যানবাহনে তল্লাশি করে। এ সময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে দুইশ’টি যানবাহনে তল্লাশি করে ১৩ মামলায় একলাখ দুইহাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে ১০৩ যানবাহনে তল্লাশি করা হয়। এসময় ১০ মামলায় জরিমানা করা হয় ১৮ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০