চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:২১
ছবি : বাসস

চাঁদপুর, ১৫ আগষ্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ ট্রাফিক আইন লঙ্ঘন করার ৩২ মামলায় বিভিন্ন যানবাহনকে মোট একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক চেকপোস্টে তল্লাশিকালে বিভিন্ন যানবাহনকে এসব জরিমানা করা হয়।

শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

যৌথ বাহিনী সূত্রে যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে ১০৯ যানবাহনে তল্লাশি করে। এ সময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে দুইশ’টি যানবাহনে তল্লাশি করে ১৩ মামলায় একলাখ দুইহাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে ১০৩ যানবাহনে তল্লাশি করা হয়। এসময় ১০ মামলায় জরিমানা করা হয় ১৮ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০