চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:২১
ছবি : বাসস

চাঁদপুর, ১৫ আগষ্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ ট্রাফিক আইন লঙ্ঘন করার ৩২ মামলায় বিভিন্ন যানবাহনকে মোট একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক চেকপোস্টে তল্লাশিকালে বিভিন্ন যানবাহনকে এসব জরিমানা করা হয়।

শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

যৌথ বাহিনী সূত্রে যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে ১০৯ যানবাহনে তল্লাশি করে। এ সময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে দুইশ’টি যানবাহনে তল্লাশি করে ১৩ মামলায় একলাখ দুইহাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে ১০৩ যানবাহনে তল্লাশি করা হয়। এসময় ১০ মামলায় জরিমানা করা হয় ১৮ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা থেকে আরও এক জিম্মির মৃতদেহ পেল ইসরাইল
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন পান্ত
জয়পুরহাটের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় রেস্টুরেন্টকে জরিমানা 
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাল নোট প্রতিরোধে বিজিবি’র নজরদারি জোরদার
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
খুলনার ঝপঝপিয়া নদীর ভাঙনে আতঙ্কে ছয় গ্রামের বাসিন্দা 
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
১০