খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:২৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : গণতন্ত্রের অগ্রদূত, দেশমাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ‘দোয়া ও মিলাদ মাহফিল’ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পৃথক দোয়া মাহফিলের আয়োজন  করেছে। 

আজ শুক্রবার বাদ জুমা নগরীর দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ  বেগম খালেদা জিয়ার চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান,  মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সামশুল আলম, মহানগরী যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিনসহ মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশনেত্রীকে দীর্ঘদিন কারাবরণ, অবিচার ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। অসুস্থতা ও প্রতিকূল অবস্থার মধ্যেও তাঁর অদম্য মনোবল এবং গণতান্ত্রিক আদর্শে অটল অবস্থান লাখো কর্মী-সমর্থকের জন্য এক অবিরাম অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বেই দেশে আবারও জনগণের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে উপস্থিত নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০