বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২২:৩১
ছবি : বাসস

সিলেট, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দানকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত নেতাুকর্মীদের রুহের মাগফিরাতের জন্যও দোয়া করা হয়।

মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, এডভোকেট সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রাজু, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন ও আশরাফুল আলম বাহারসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাুকর্মী ও সমর্থক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০