রাঙ্গামাটিতে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্য হাতির তাণ্ডব

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:০৬
প্রতীকী ছবি

রাঙ্গামাটি, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলাধীন ১নং জীবতলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকায় অবস্থিত জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্য হাতির পাল তাণ্ডব চালিয়েছে।

হাতির পালের তাণ্ডবে স্কুলের গেইটসহ ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের ক্লাসরুম, নষ্ট হয়েছে বেঞ্চ, ব্লাকবোর্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। তবে হাতির তাণ্ডবে কোন ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।  হাতির পাল আশে পাশে অবস্থান করায় আবারো হাতির আক্রমনের ভয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ের ক্লাস।

এতে করে এলাকাবাসীর মনে আতংক বিরাজ করছে। গতকাল শনিবার দিবাগত রাতে হাতির পাল স্কুলে এই তাণ্ডব চালিয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ১নং জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাসসকে জানান, জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্য হাতির তাণ্ডবের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং ইউপি চেয়ারম্যানের সঙ্গে বসে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

চেয়ারম্যান সুদত্ত চাকমা বাসসকে জানান, জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল দিবাগত রাতে বন্য হাতির পাল স্কুলের তাণ্ডব চালিয়েছে। হাতির তাণ্ডবে স্কুলের অনেক ক্ষতি হয়েছে। তবে রাতে হাতির পাল তাণ্ডব চালানোর কারণে কোন ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তাই স্কুলের ক্লাস আপাতত বন্ধ রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের যার যার ঘরে অবস্থান করার জন্য বলা হয়েছে। বন্য হাতিরা দূরত্বে চলে গেলে আবারো বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক ১
ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান
পাহাড়ে শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাশেদ খান
বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
১০