খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজে কমল রিডিং ক্লাবের আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:০৬ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৩৩
ছবি : বাসস

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজে ‘খালেদা জিয়ার অপর নাম, আপোষহীন সংগ্রাম’- শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল কমল রিডিং ক্লাবের আয়োজনে ঢাকা কলেজ গ্যালারী-৪ এ ঘণ্টাব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল বলেন, বেগম খালেদা জিয়া সাধারণ গৃহবধূ থেকে দেশকে ও জাতিকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিশা পেয়েছে। তাঁর দৃঢ়চেতা মনোভাব, সংগ্রামী জীবন ও আপোষহীনতা এদেশের মানুষের জন্য।

এবিএম ইজাজুল কবির আরও বলেন, এদেশকে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন। তাকে নানা লোভ-লালসা দেখানো হলেও তিনি আয়েশি জীবন ছেড়ে দেশের জন্য দীর্ঘ ছয় বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি ছিলেন। তাই ছাত্রদলের নেতা-কর্মীদের দেশের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীদের বাংলাদেশ প্রশ্নে আপোষহীন থাকতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ কমল রিডিং ক্লাবের উপদেষ্টা ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মাফি এবং সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোয়াইব আহমেদ সজীব।

সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন, ১ নং যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মামুনুর রহমান ও আবির রায়হান এবং কমল রিডিং ক্লাব ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
১০