খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজে কমল রিডিং ক্লাবের আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:০৬ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৩৩
ছবি : বাসস

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজে ‘খালেদা জিয়ার অপর নাম, আপোষহীন সংগ্রাম’- শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল কমল রিডিং ক্লাবের আয়োজনে ঢাকা কলেজ গ্যালারী-৪ এ ঘণ্টাব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল বলেন, বেগম খালেদা জিয়া সাধারণ গৃহবধূ থেকে দেশকে ও জাতিকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিশা পেয়েছে। তাঁর দৃঢ়চেতা মনোভাব, সংগ্রামী জীবন ও আপোষহীনতা এদেশের মানুষের জন্য।

এবিএম ইজাজুল কবির আরও বলেন, এদেশকে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন। তাকে নানা লোভ-লালসা দেখানো হলেও তিনি আয়েশি জীবন ছেড়ে দেশের জন্য দীর্ঘ ছয় বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি ছিলেন। তাই ছাত্রদলের নেতা-কর্মীদের দেশের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীদের বাংলাদেশ প্রশ্নে আপোষহীন থাকতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ কমল রিডিং ক্লাবের উপদেষ্টা ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মাফি এবং সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোয়াইব আহমেদ সজীব।

সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন, ১ নং যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মামুনুর রহমান ও আবির রায়হান এবং কমল রিডিং ক্লাব ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
রাশিয়ার ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
১০