শেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:০৭

শেরপুর, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : সংবাদ প্রকাশের জেরে শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিকের উপর হামলার ঘটনার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে এজাহারভুক্ত দুই আসামি ও অজ্ঞাতনামা একজন।

গ্রেপ্তার তিনজন হলেন, উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ।

আজ রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে গোমড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এজাহারে সূত্রে জানা যায়, আসামি মো. রাসেল আন্তজেলা চোরাকারবারি ও মাদকচক্রের সক্রিয় সদস্য। সম্প্রতি রাসেলের নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবার বৃদ্ধি পাওয়ার পরও স্থানীয় লোকজন তার ভয়ে মুখ খুলতে পারেনি। 

পরে তথ্য উপাত্ত সংগ্রহ করে দৈনিক ইত্তেফাকসহ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মো. খোরশেদ আলম। এতে ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার রাতে সাংবাদিক খোরশেদ আলম সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলা চালান রাসেল ও সহযোগীরা। এতে গুরুতর আহত হন খোরশেদ আলম। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার ঘটনায় পরদিন ঝিনাইগাতী থানায় হত্যাচেষ্টার মামলা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

 

Page Load Time : 0.01 SEC

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক ১
ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান
পাহাড়ে শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাশেদ খান
বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
১০