চট্টগ্রামে পুকুরে ডুবে চবি ছাত্রীসহ ২ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:১৪

চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওরগাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- একই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে আফিফা আবেদীন (২২) ও তার খালাতো বোন ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে হুজাইরা নূর (৮)। 
আফিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সম্প্রতি তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। হুজাইরা উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার মা নূর জাহান বেগম ওই বিদ্যালয়ের শিক্ষক।

জানা যায়, খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আফিফা। বিকেলে বাড়ির পেছনে পুকুরঘাটে গিয়েছিল দুই বোন। হঠাৎ হুজাইরা পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে আফিফাও ডুবে যায়। তারা সাঁতার জানতো না। 

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
রাশিয়ার ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
১০