করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:৪৩
আজ রোববার করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : বাসস

বগুড়া, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করতে বগুড়া শহরের রাজাবাজারে তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

আজ রোববার দুপুরের জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই করতোয়া নদী দখলমুক্ত করতে অভিযান চলছে। সম্প্রতি শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে দত্তবাড়ি ব্রিজ পর্যন্ত সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর অংশ হিসেবে আজ সকাল ১১টায় রাজাবাজার এলাকায় আড়তদার কানাই লাল জয়সোয়াল ময়নার কৃষ্ণ ভান্ডার নামের একটি আড়ত ও তার বাড়ির কিছু অংশ ভেঙে ফেলা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার সঙ্গে ছিলেন বগুড়া সদর উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করতোয়া নদী রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক বলেন, শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে শুরু করে দত্তবাড়ি ব্রিজ পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। আশা করছি নদীটি আবার তার আগের রূপে ফিরবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু
চাহিদা মেটাতে এলএনজি ক্রয় করবে সরকার
শাস্তির কবলে দক্ষিণ আফ্রিকা
পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ইসরাইল সীমান্তে হিজবুল্লাহকে নিরস্ত্র করবে লেবানন: লেবাননের পররাষ্ট্র মন্ত্রী
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৮৭ জন হাসপাতালে ভর্তি 
আইএমও নির্বাচনে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সমর্থন চান নৌ-পরিবহন উপদেষ্টা
খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০