করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:৪৩
আজ রোববার করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : বাসস

বগুড়া, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করতে বগুড়া শহরের রাজাবাজারে তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

আজ রোববার দুপুরের জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই করতোয়া নদী দখলমুক্ত করতে অভিযান চলছে। সম্প্রতি শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে দত্তবাড়ি ব্রিজ পর্যন্ত সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর অংশ হিসেবে আজ সকাল ১১টায় রাজাবাজার এলাকায় আড়তদার কানাই লাল জয়সোয়াল ময়নার কৃষ্ণ ভান্ডার নামের একটি আড়ত ও তার বাড়ির কিছু অংশ ভেঙে ফেলা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার সঙ্গে ছিলেন বগুড়া সদর উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করতোয়া নদী রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক বলেন, শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে শুরু করে দত্তবাড়ি ব্রিজ পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। আশা করছি নদীটি আবার তার আগের রূপে ফিরবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
১০