চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২০:৫৫
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে সদর উপজেলায় এবং বিকেলে শিবগঞ্জ উপজেলায় এ দু’টি ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার চরমোহনপুর চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে  রিহান (৭) ও একই এলাকার মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৩ মাস)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে রোববার দুপুর আড়াইটার দিকে ডুবে যায়

শিশু রিহান ও আরিয়ান। পরে দুই শিশু পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনিরা জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। 

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। 

অন্যদিকে, রোববার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে দশরশিয়া এলাকায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মারা গেছে আবু সাঈদ নামের ১৩ মাস বয়সী এক শিশু। খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
রাশিয়ার ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
১০