সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২৩:৪০

সুনামগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জে ভূমি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ভূমিসেবা দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেয়ার ওপর জোর দেওয়া হয়।

আজ রোববার দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের ভোগান্তি কমাতে এবং সেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তাদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়। একই সাথে ভূমি সেবা গ্রহীতাদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিদ্যমান প্রক্রিয়াগুলোর পর্যালোচনা করা হয়।

সেমিনার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। জেলা প্রশাসক সেবার মান উন্নয়নে উপস্থিত সকলের মূল্যবান মতামত শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরীনা দেবনাথ এবং জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্ব দেবেন, তাকেই স্বাগত জানাব: মঈন খান
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙ্গুনিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার
চট্টগ্রামে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে : কারা কর্তৃপক্ষ
১০