সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২৩:৪০

সুনামগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জে ভূমি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ভূমিসেবা দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেয়ার ওপর জোর দেওয়া হয়।

আজ রোববার দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের ভোগান্তি কমাতে এবং সেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তাদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়। একই সাথে ভূমি সেবা গ্রহীতাদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিদ্যমান প্রক্রিয়াগুলোর পর্যালোচনা করা হয়।

সেমিনার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। জেলা প্রশাসক সেবার মান উন্নয়নে উপস্থিত সকলের মূল্যবান মতামত শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরীনা দেবনাথ এবং জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০