নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০০:২২
ছবি : বাসস

নরসিংদী, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : নরসিংদীর রায়পুরায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে । 

আজ রোববার রায়পুরা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নরসিংদী বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে  ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ব্যাচের ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা শিল্প অথবা ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের সক্ষমতা অর্জন, স্বাবলম্বী হওয়ার পন্থা ও কৌশল অর্জন করবেন। উদ্যোক্তা নিজস্ব মূলধন ব্যবহারের হিসাব করার সক্ষমতা অর্জন করবেন। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তির নিয়ম কানুন ও তথ্যাদি সম্পর্কে জানতে পারবেন এবং ব্যবসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করবেন। প্রত্যেক প্রশিক্ষণার্থীকেই কোর্স শেষে সনদপত্র দেয়া হবে।

আয়োজকরা জানায়, আগামী ৫ দিন রায়পুরা উপজেলার  বিভিন্ন এলাকার ২৫ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। উদ্যোক্তার গুণাবলি, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তির প্রশিক্ষণ, সরকারী অন্যান্য সংস্থাগুলো থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণ দেবেন বিসিক জেলা কার্যালয়ের  সহ. মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম খান, সম্প্রসারণ কর্মকর্তা ইমরান, শিল্পনগরী কর্মকর্তা মো. আশিকুল ইসলাম,  প্রমোশন কর্মকর্তা নূর মোহাম্মদ ও নরসিংদী কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্থাপক মো. মাইনুর রহমান।

অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয় নরসিংদীর সহকারী মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয় ঢাকার আঞ্চলিক পরিচালক জনাব মানছুরুল করিম, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, বিসিক জেলা কার্যালয়, শিল্পনগরী কার্যালয় নরসিংদীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার আক্রান্ত সুবর্ণচরের জান্নাতকে দেখতে গেলেন ছাত্রদল নেতৃবৃন্দ
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্ব দেবেন, তাকেই স্বাগত জানাব: মঈন খান
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙ্গুনিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার
চট্টগ্রামে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
১০