গোপালগঞ্জ, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গতকাল এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর গ্রামের তিন রাস্তার মোড়ে আয়োজিত হয়।
এসময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্নু মুন্সি, আব্দুল আউয়াল ফকির, ফরিদ মাস্টার, ফিরোজ মৃধা, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাইদ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামচু মিয়া, সহ-সভাপতি ওলিয়ার মুন্সী, রুস্তম মোল্যা, টুকু মেম্বার, বলরাম সরকার, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন বালা, লিটু সিকদার, মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইকরাম শেখ, আওলাদ মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান টুটুল মিয়া, সাধারণ সম্পাদক সাবু শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য এনামুল হাসান মাসুদ, রাজন শেখ, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান আমিন, হানিফ মুন্সী, যুবদল নেতা মাহফুজুর রহমান দিপু লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ, রাজীব শরীফ, মো. মঞ্জু , আবির আহমেদ মিজু, উপজেলা শ্রমিকদল নেতা রাকিবুল হাসান মিয়া, ওলামা দল নেতা মিরান শরিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, ফয়সাল খান জোবায়ের, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, সিনিয়র সহ-সভাপতি শাহিন সিকদার অন্তর, যুগ্ম সম্পাদক সাকিব হোসেন দীপু, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব অনুমপ সরকার সাধু সহ উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।