লক্ষ্মীপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রম-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।