লক্ষ্মীপুর, ২২ আগস্ট ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শুরু হওয়ায় কর্মশালা চলবে আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ২শ শিক্ষার্থী অংশ নেন। পরিষদের জেলা শাখার সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ নেন সুমা রায় ও সুতপা সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিদাসসহ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ জেলার শাখার নেতৃবৃন্দ ও অভিভাবকরা।