সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৯:৫৮

সাতক্ষীরা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, মাদরা, চান্দুড়িয়া, বৈকারী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, ভোমরা, পদ্মশাখরা, হিজলদী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন মজুমদার খাল নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালী ও ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন চান্দুড়িয়া পাকা রাস্তা নামক স্থান হতে ভারতীয় ওষুধ, বৈকারী বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাটা নামক স্থান হতে ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানিক দল কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ নামক স্থান হতে ভারতীয় ওষুধ, ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বটতলা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, হিজলদী বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ অভিযানিক দল বটতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এই ওষুধগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০