ঝালকাঠির সুগন্ধা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:২৬
ছবি: বাসস

ঝালকাঠি, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ‎জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ঝালকাঠিতে জেলেদের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেল ৫ টায় ঝালকাঠির সুগন্ধা নদীর কিস্তাকাঠি খেয়াঘাট থেকে জেলেদের এ নৌকা বাইচ শুরু হয়ে ঝালকাঠি পৌর মিনি পার্কে এসে শেষ হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। এসময় জেলা প্রশাসক বলেন, জেলেদের বিনোদনের কথা চিন্তা করেই এ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত সফল হয়েছে। নৌকা বাইচ বাংলার আবহমান ঐতিহ্যের অংশ, একে লালন করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, ঝালকাঠিবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

এ প্রতিযোগিতায় মোট ১১টি জেলে নৌকা অংশ নেয়। এ প্রতিযোগিতায় সোবাহান হাওলাদারের দল প্রথম স্থান অর্জন করে। মাহাবুব সিকদারের দল হয় দ্বিতীয় এবং হাফিজুল ইসলামের দল তৃতীয় স্থান অধিকার করে। এরপর বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে নগদ অর্থ ও অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০