ঝালকাঠির সুগন্ধা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:২৬
ছবি: বাসস

ঝালকাঠি, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ‎জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ঝালকাঠিতে জেলেদের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেল ৫ টায় ঝালকাঠির সুগন্ধা নদীর কিস্তাকাঠি খেয়াঘাট থেকে জেলেদের এ নৌকা বাইচ শুরু হয়ে ঝালকাঠি পৌর মিনি পার্কে এসে শেষ হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। এসময় জেলা প্রশাসক বলেন, জেলেদের বিনোদনের কথা চিন্তা করেই এ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত সফল হয়েছে। নৌকা বাইচ বাংলার আবহমান ঐতিহ্যের অংশ, একে লালন করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, ঝালকাঠিবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

এ প্রতিযোগিতায় মোট ১১টি জেলে নৌকা অংশ নেয়। এ প্রতিযোগিতায় সোবাহান হাওলাদারের দল প্রথম স্থান অর্জন করে। মাহাবুব সিকদারের দল হয় দ্বিতীয় এবং হাফিজুল ইসলামের দল তৃতীয় স্থান অধিকার করে। এরপর বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে নগদ অর্থ ও অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০