আগামীকাল টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:২৮

টাঙ্গাইল, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদকের ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়া দুদকের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

টাঙ্গাইল জেলার জনগণ বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তির সময় যে হয়রানি বা সেবা বঞ্চনার শিকার হয়েছেন, গণশুনানিতে তারা তাদের অভিযোগ সরাসরি কমিশনের সামনে উপস্থাপন করতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে দুদক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 

এ গণশুনানির মূল লক্ষ্য হলো সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করা এবং দেশের দুর্নীতি নির্মূলে ভূমিকা রাখা।

গণশুনানিতে অংশগ্রহণ নিশ্চিত করতে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে রয়েছে মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি। ইতোমধ্যে এই প্রচার কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকার নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

দুদক টাঙ্গাইলের সকল নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের গণশুনানিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে, যাতে জনগণের সমস্যা ও অভিযোগের সমাধান ত্বরান্বিত করা যায় এবং সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা বজায় থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০