আগামীকাল টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:২৮

টাঙ্গাইল, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদকের ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়া দুদকের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

টাঙ্গাইল জেলার জনগণ বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তির সময় যে হয়রানি বা সেবা বঞ্চনার শিকার হয়েছেন, গণশুনানিতে তারা তাদের অভিযোগ সরাসরি কমিশনের সামনে উপস্থাপন করতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে দুদক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 

এ গণশুনানির মূল লক্ষ্য হলো সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করা এবং দেশের দুর্নীতি নির্মূলে ভূমিকা রাখা।

গণশুনানিতে অংশগ্রহণ নিশ্চিত করতে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে রয়েছে মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি। ইতোমধ্যে এই প্রচার কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকার নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

দুদক টাঙ্গাইলের সকল নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের গণশুনানিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে, যাতে জনগণের সমস্যা ও অভিযোগের সমাধান ত্বরান্বিত করা যায় এবং সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা বজায় থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০