খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:৪৬
জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী।ছবি : বাসস

খুলনা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশীয় প্রজাতির মাছ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই এই প্রজাতির মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নদী-নালা,খালবিল ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছ রক্ষা ও সংরক্ষণ অত্যন্ত জরুরী। 

তারা আরও বলেন, দক্ষিণাঞ্চল মাছ চাষের উর্বর এলাকা। এ অঞ্চল থেকে প্রতিবছর ৭০ থেকে ৮০ শতাংশ চিংড়ি রপ্তানি হয়, যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। সরকার মৎস্যখাতকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য সপ্তাহের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করতে পারলে এই খাত আরও গতিশীল হবে।  খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান অনুষ্ঠান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিপুল কুমার বসাক, মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মো. জাহিদুল হাসান, মৎস্য খামারি শেখ রেজানুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

সাত দিনব্যাপী অনুষ্ঠানের মূল্যায়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ। মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত সমাপনীতে কর্মকর্তাবৃন্দ, মাছচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের অধিকার কারও নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের ঘটনাকে বাংলাদেশের দাবি করা ভুয়া ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আটক
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নেপালে ‘দুর্নীতি বন্ধের’ জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার কার্কির
চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ শুরু কাল
জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ নভেম্বর
১০