খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:৪৬
জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী।ছবি : বাসস

খুলনা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশীয় প্রজাতির মাছ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই এই প্রজাতির মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নদী-নালা,খালবিল ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছ রক্ষা ও সংরক্ষণ অত্যন্ত জরুরী। 

তারা আরও বলেন, দক্ষিণাঞ্চল মাছ চাষের উর্বর এলাকা। এ অঞ্চল থেকে প্রতিবছর ৭০ থেকে ৮০ শতাংশ চিংড়ি রপ্তানি হয়, যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। সরকার মৎস্যখাতকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য সপ্তাহের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করতে পারলে এই খাত আরও গতিশীল হবে।  খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান অনুষ্ঠান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিপুল কুমার বসাক, মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মো. জাহিদুল হাসান, মৎস্য খামারি শেখ রেজানুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

সাত দিনব্যাপী অনুষ্ঠানের মূল্যায়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ। মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত সমাপনীতে কর্মকর্তাবৃন্দ, মাছচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
হামাস জিম্মিদের মুক্তি দিতে সম্মত হওয়ায় ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে গাজাবাসীর স্বাগত
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার
কুমিল্লা ইপিজেডে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান, রপ্তানীতে রেকর্ড
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি
ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ৫ বাস জব্দ
জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল
হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোয়ান
১০