নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২১:৩২

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস): নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সতর্কবার্তা অনুযায়ী লাল পতাকা চিহ্নিত জায়গা বিপজ্জনক। 

আজ রবিবার মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, লাল পতাকা চিহ্নিত স্থানে পানিতে নামা যাবে না। জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী এবং লাইফ গার্ড সর্বদা পর্যটকদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত রয়েছে। 

নিরাপদ সমুদ্রসীমার মধ্যে অবস্থান করা এবং লাইফগার্ড সার্ভিস বিদ্যমান রয়েছে এমন স্থান ছাড়া অন্য কোথাও পানিতে না নামতে নির্দেশনা দেয়া হয়েছে। সাধারণত এই সীমানার বাইরে পানিতে ডুবে গেলে কোনো সহায়তা পাওয়া যায় না। 

পানিতে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় এবং সাগরের বিপদ সংকেত সম্পর্কে জেনে নিতে হবে। প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকতে এবং ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সাগরে না নামতে বলা হয়েছে নির্দেশনায়। 

এছাড়া সাঁতার জানা না থাকলে সমুদ্রে নামা পরিহার করতে হবে। সকল হোটেল, মোটেল, গেস্ট হাউজ এবং রিসোর্টসমূহ আবশ্যিকভাবে পর্যটককে লাইফ জ্যাকেট সরবরাহ/ব্যবহার করার সুযোগ দিতে হবে।

লাইফগার্ড হিসেবে টিউব পরিহার করতে নির্দেশ দেয়া হয়েছে। লাইফ জ্যাকেট পরিধান এবং শিশুদের সব সময় নিজের তত্ত্বাবধানে রাখতেও নির্দেশ দেয়া হয়েছে। সৈকত এলাকায় অপ্রাপ্তবয়স্ক বাচ্চা কিংবা শিশু নিয়ে আসলে অবশ্যই শিশুর ছবি মোবাইলে সংরক্ষণ করতে নির্দেশ দেয়া হয়েছে। 

তাছাড়া পানির তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত, উল্টো স্রোত ও নিম্নমুখী প্রবাহ বিপজ্জনক। সমুদ্রতটে বালি সরে গিয়ে ছোট-বড়ো কিছু গর্ত তৈরি হতে পারে, যা বিপজ্জনক। এই ধরনের প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকতে হবে। অপ্রশিক্ষিত ব্যক্তি কর্তৃক উদ্ধার কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ এতে উদ্ধারকারীর জীবনও বিপন্ন হওয়ার আশংকা থাকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
হামাস জিম্মিদের মুক্তি দিতে সম্মত হওয়ায় ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে গাজাবাসীর স্বাগত
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার
কুমিল্লা ইপিজেডে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান, রপ্তানীতে রেকর্ড
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি
ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ৫ বাস জব্দ
জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল
হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোয়ান
১০