খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:২৫
ছবি: বাসস

খুলনা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে একজন মারা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছে এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়। পরে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই খুলনা সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ চলাচল স্বাভাবিক করে। ঘটনার পরপরই পিকআপচালক ও হেলপার পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে প্রতিটি মন্ত্রণালয়ে মনিটরিং কমিটি থাকবে  
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৯৬ মামলা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার জাহান 
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাংচুরের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা
১০