চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৪৫
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ছবি: বাসস

চুয়াডাঙ্গা,  ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে।

পরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ।

এ সময় মায়ের দুধের উপকারিতা নিয়ে বক্তব্য দেন গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন। তিনি বলেন, শিশুর সুস্বাস্থ্যের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। শিশুর জন্মের পর ১ ঘণ্টার মধ্যে সালদুধ খাওয়ালে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, শিশুর জন্মের ছয় মাসের মধ্যে মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। শিশুর স্বাভাবিক বিকাশে মাতৃদুগ্ধই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান অতিথি জেলা প্রশাসক ( সার্বিক)  মিজানুর রহমান বলেন, শিশুর খাবারের তালিকায় বাইরের প্যাকেটজাত দুধ রাখা যাবে না। কিছু ক্ষেত্রে তা শিথিলযোগ্য। মায়ের দুধ শিশুর ক্রমবিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় আরও বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

অন্যান্যদের উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, চুয়াডাঙ্গা জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে প্রতিটি মন্ত্রণালয়ে মনিটরিং কমিটি থাকবে  
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৯৬ মামলা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার জাহান 
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাংচুরের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা
বিইউপিতে 'ন্যাশনাল ল’ ফেস্ট সমাপ্ত
১০