সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৮
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন কর্মসূচি হয়।  

রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলায় এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক কয়ছর এম আহমেদ।

সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি মোছা. ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী খানম রুমি।  

এসময় কয়ছর আহমেদ আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ ফ্যামিলি কার্ড চালু করা হবে। পরিবারের মা বা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে।
প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক বা প্রয়োজনীয় খাদ্য সহায়তার আওতায় আনা হবে।

সভার এক পর্যায়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রধান বক্তার বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, যুগ্ম আহবায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, মহিলাদল নেত্রী মোছা. সম্পা বেগম প্রমুখ। 

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহিলা দল নেত্রী মোছা. পপি বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে প্রতিটি মন্ত্রণালয়ে মনিটরিং কমিটি থাকবে  
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৯৬ মামলা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার জাহান 
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাংচুরের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা
বিইউপিতে 'ন্যাশনাল ল’ ফেস্ট সমাপ্ত
১০