সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৮
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন কর্মসূচি হয়।  

রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলায় এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক কয়ছর এম আহমেদ।

সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি মোছা. ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী খানম রুমি।  

এসময় কয়ছর আহমেদ আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ ফ্যামিলি কার্ড চালু করা হবে। পরিবারের মা বা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে।
প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক বা প্রয়োজনীয় খাদ্য সহায়তার আওতায় আনা হবে।

সভার এক পর্যায়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রধান বক্তার বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, যুগ্ম আহবায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, মহিলাদল নেত্রী মোছা. সম্পা বেগম প্রমুখ। 

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহিলা দল নেত্রী মোছা. পপি বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা
বিএনপি নেতা মামুন হত্যা : আওয়ামী লীগ নেতা কাজল মোল্লাসহ ৬ জনের যাবজ্জীবন
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
১০