রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:০৫
ছবি: সংগৃহীত

রংপুর ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ঘাগট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা ও তাদের ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, রেজা কিবরিয়া ও পরাগ নামের দুই ব্যক্তি ঘাগট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সংবাদ পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এ বিষয়ে রংপুর জেলা সদর থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মেশিন ও সরঞ্জামাদি থানায় নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : মঈন খান
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০