রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:০৫
ছবি: সংগৃহীত

রংপুর ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ঘাগট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা ও তাদের ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, রেজা কিবরিয়া ও পরাগ নামের দুই ব্যক্তি ঘাগট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সংবাদ পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এ বিষয়ে রংপুর জেলা সদর থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মেশিন ও সরঞ্জামাদি থানায় নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে প্রতিটি মন্ত্রণালয়ে মনিটরিং কমিটি থাকবে  
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৯৬ মামলা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার জাহান 
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাংচুরের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা
বিইউপিতে 'ন্যাশনাল ল’ ফেস্ট সমাপ্ত
ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
১০