নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:২০
নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত। ছবি: বাসস

নাটোর, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধি প্রতিপালনে গুরুত্ব আরোপ করে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। 

এ উপলক্ষে আজ সকাল সাড়ে নয়টায় সিভিল সার্জনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদক্ষিণ করে কার্যালয়ে ফিরে আসে। পরে মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কোন খাবারের প্রয়োজন নেই। মাতৃদুগ্ধ সদ্য প্রসূত শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। এই দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক পুষ্টি নিশ্চিত করে। মা ও শিশুর মধ্যে বন্ধন সৃষ্টি করে। মাতৃদুগ্ধ পানের ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টির প্রবণতা রোধ হয়।

দেশে মাতৃদুগ্ধ পানের হার ৬৫ শতাংশ। কর্মক্ষেত্রে ব্রেস্ট ফিডিং সেন্টার চালু, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধি-২০১৭ প্রণয়নের মাধ্যমে সরকার মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আনোয়ারুল আজিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. তাহমিদুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০