ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:৫১
সোমবার ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। ছবি : বাসস

ঝিনাইদহ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, হরিণাকুণ্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব ইখলাচ উদ্দিন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তরুণ ছাত্র-জনতার হাত ধরে বাংলাদেশ বারবার প্রাণ ফিরে পেয়েছে। মানুষের মুক্তির আন্দোলনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার অনন্য উদাহরণ ২৪ এর জুলাই বিপ্লব। আমাদের তরুণ মেধাবী প্রজন্ম শিক্ষা, প্রযুক্তি, নৈতিকতার আলোকে দেশের সেবায় আত্মনিয়োগ করবে, এই আমাদের প্রত্যাশা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০