ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:৫১
সোমবার ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। ছবি : বাসস

ঝিনাইদহ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, হরিণাকুণ্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব ইখলাচ উদ্দিন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তরুণ ছাত্র-জনতার হাত ধরে বাংলাদেশ বারবার প্রাণ ফিরে পেয়েছে। মানুষের মুক্তির আন্দোলনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার অনন্য উদাহরণ ২৪ এর জুলাই বিপ্লব। আমাদের তরুণ মেধাবী প্রজন্ম শিক্ষা, প্রযুক্তি, নৈতিকতার আলোকে দেশের সেবায় আত্মনিয়োগ করবে, এই আমাদের প্রত্যাশা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের ৪৫৫টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে তিতাসের অভিযান
রোমানিয়ায় ড্রোন অনুপ্রবেশ কিয়েভের উস্কানি : রাশিয়া
সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
ড্রোন অনুপ্রবেশের ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব রোমানিয়ার
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত দিনাজপুরের কৃষকরা  
মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাক্ষাৎ
কাতারে হামলার পর ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প
নীলফামারীর সাবেক এমপি পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
যশোরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন নিহত 
১০