রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে র‌্যাব অধিনায়কের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৩:২৮
সোমবার র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : বাসস

রাজশাহী, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে তিনি এ মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক অনিয়ম দুর্নীতি লেখনির মাধ্যমে উঠে আসে। 

সাংবাদিকদের তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কথা জানান। সেই সঙ্গে কোনো তথ্য পেলে যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান।  

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, র‌্যাব-৫ সবসময় অপরাধ ও মাদক নিমূলে কাজ করে যাচ্ছে। র‌্যাব অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তত রয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ সময় র‌্যাব-৫ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০