রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে র‌্যাব অধিনায়কের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৩:২৮
সোমবার র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : বাসস

রাজশাহী, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে তিনি এ মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক অনিয়ম দুর্নীতি লেখনির মাধ্যমে উঠে আসে। 

সাংবাদিকদের তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কথা জানান। সেই সঙ্গে কোনো তথ্য পেলে যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান।  

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, র‌্যাব-৫ সবসময় অপরাধ ও মাদক নিমূলে কাজ করে যাচ্ছে। র‌্যাব অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তত রয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ সময় র‌্যাব-৫ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০