দিনাজপুরে হাবিপ্রবিতে বিনিয়োগ বিষয়ক সেমিনার

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৩:৩৫
সোমবার হাবিপ্রবি'র ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

দিনাজপুর, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘রেভোল্যুশেনাইজিং ইনভেস্টর মাইন্ডসেট: ফ্রম হাইপ টু হ্যাবিট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফ্যাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ফ্যাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) আয়োজিত এ সেমিনারটি জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

দিনাজপুর হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।

ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহনাজ পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মামুনার রশীদ, একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়েখ মোস্তাক আহমেদ, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম এবং ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাফিয়া আক্তার, বিএএসএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী প্রমুখ।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ড. তৌফিক আহমেদ চৌধুরী, সাদ্দাম হোসেন খান ও মো. রিজভি আহমেদ প্রমুখ। 
এ সেমিনারে বক্তারা বিনিয়োগ সংস্কৃতিকে টেকসই ও ইতিবাচক অভ্যাসে রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, বিনিয়োগকে শুধুমাত্র সাময়িক উত্তেজনা বা হাইপের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সচেতন, পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অভ্যাসে রূপ দিতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০