ফটিকছড়িতে টিসিবির তেল জব্দ, ব্যবসায়ী আটক 

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৩:৪০
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ভর্তুকি মূল্যের সয়াবিন তেল জব্দসহ এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ২৫ অগাস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ভর্তুকি মূল্যের সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে তেল মজুত করার অভিযোগে মোহাম্মদ ইকবাল (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। মোহাম্মদ ইকবাল উপজেলার ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের ছেলে।

আজ সোমবার সকালে উপজেলার নানুপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স কামাল স্টোরের গুদাম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লোগোযুক্ত তেলগুলো জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজারে কামাল স্টোরের গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ইকবাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুদামের ভেতর থেকে টিসিবির লোগোযুক্ত ১ হাজার ২০ লিটার সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা পুলিশের একটি দল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা।

সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল খোলাবাজারে বিক্রির অনুমতি নেই। টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা লিটারে ভোক্তাদের কাছে বিক্রির কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০