নওগাঁয় অপহরণ মামলায় এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৪:০১
নওগাঁয় আজ কিশোরীকে অপহরণ মামলায় এক ব্যক্তিকে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: বাসস

নওগাঁ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। জরিমানার অর্থ অপহরণের শিকার ওই কিশোরীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

কারাদণ্ডপ্রাপ্ত আসামী উজ্জল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট রেজাউল করিম এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট আশিক আল ইমরান হিল্লোল। 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৫টার দিকে আসামী উজ্জল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার বারাতৈল গ্রামের নানীর বাড়ি থেকে ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে বোনের বাসায় আটকে রাখে। পরে ওই কিশোরীর মা বদলগাছী থানায় অভিযোগ করলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি উজ্জল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য বিচারিক প্রক্রিয়া শেষে আজ নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার রায় ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০