নওগাঁয় অপহরণ মামলায় এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৪:০১
নওগাঁয় আজ কিশোরীকে অপহরণ মামলায় এক ব্যক্তিকে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: বাসস

নওগাঁ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। জরিমানার অর্থ অপহরণের শিকার ওই কিশোরীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

কারাদণ্ডপ্রাপ্ত আসামী উজ্জল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট রেজাউল করিম এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট আশিক আল ইমরান হিল্লোল। 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৫টার দিকে আসামী উজ্জল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার বারাতৈল গ্রামের নানীর বাড়ি থেকে ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে বোনের বাসায় আটকে রাখে। পরে ওই কিশোরীর মা বদলগাছী থানায় অভিযোগ করলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি উজ্জল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য বিচারিক প্রক্রিয়া শেষে আজ নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার রায় ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০