ভোলায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৫:৩৬
মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুর ও মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে সোমবার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। ছবি : বাসস

ভোলা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুর ও মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে ভাঙন থেকে বাড়িঘর ও ফসলি জমি রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। 

আজ সোমবার সকাল ১১ টায় অভিযোগ করে এলাকাবাসী বলেন, কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। হুমকির মুখে রয়েছে শিবপুর মাছ ঘাট, চার ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি এবং ভোলা শহর রক্ষা বাঁধ। পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে। তারা পাউবো কার্যালয়ে স্মারকলিপি দেন।

এসময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুরসহ ভাঙ্গন কবলিত এলাকায় আজ থেকেই দ্রুত গতিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে। মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ ৪ কিলোমিটার তীর সংরক্ষণ ও ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে সাতশ ৩০ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার
পুলিশের ১২ ডিআইজি বদলি 
১০