পিরোজপুর, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভায় পিরোজপুর জেলায় দলের ১১ টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় এ সভায় জেলা বিএনপির সদস্য এডভোকেট আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, মহিউদ্দিন মল্লিক নাসির, আফজাল হোসেন টিপু,মির্জা জহুরুল হক, হাসানুল কবির লীন, মহিলা দলের সভাপতি শহীদা বেগম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান তুষার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের বিষয়ে আলোচনা করেন।