দিনাজপুরে প্রাণী চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:০৭
দিনাজপুরে প্রাণী চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব বিষয়ক কর্মশালা। ছবি: বাসস

দিনাজপুর, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ ‘অসুস্থ প্রাণী থেকে নমুনা সংগ্রহ, সংরক্ষণ প্রেরণ, ল্যাবরেটরিতে রোগ নির্ণয় ও চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা সদরে জেলা ভেটেরেনারি হাসপাতালের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরেনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. বেগম ফাতেমা তুজ জোহরা।

দিনাজপুর জেলা ভেটেরেনারি হাসপাতালের কর্মকর্তা আশিকা আকবর তৃষার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুর রহিম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মাহফুজা খাতুন।

দিনাজপুর জেলা ভেটেরেনারি হাসপাতাল আয়োজিত এ কর্মশালা পরিচালনা করেন ভেটেরিনারী সার্জন আব্দুস সালাম।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১৩টি উপজেলার ১৩ জন ভেটেরিনারী সার্জনসহ প্রাণী চিকিৎসায় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে ভেটেরেনারি ল্যাব প্র্যাকটিস: ইকুইপমেন্ট হ্যান্ডেলিং ও জুনোসিস ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। অসুস্থ প্রাণী থেকে নমুনা সংগ্রহের সতর্কতা সমূহ নিয়ে আলোচনা করেন জেলা ভেটেরেনারি হাসপাতালের সার্জন এম. এ জলিল। 
পোষা প্রাণী থেকে নমুনা সংগ্রহের জুনোসিস সতর্কতা নিয়ে আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আমবার আলী তালুকদার। সঠিক রোগ নির্ণয় এর জন্য প্রাণী থেকে নমুনা সংগ্রহ ও গবেষণাগারে প্রেরণে ধাপ সমূহ নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা ভেটেরেনারি হাসপাতালের কর্মকর্তা আশিকা আকবর তৃষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০