সুনামগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:১৫
সুনামগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৫ আগস্ট, ২০২৫, (বাসস): জেলায় আজ জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় ‘ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েজ অফ বাংলাদেশ’ এর উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বক্তব্যে বলেন, সুনামগঞ্জ জেলা হাওরাঞ্চল খ্যাত। এখানকার মানুষ মৎস্য, ধান উৎপাদন করে। কিন্তু, জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ার কারণে প্রায় সময়ই মৎস্যজীবী ও কৃষক সম্প্রদায় ক্ষতির সম্মুখীন হয়। অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হন। কারণ হচ্ছে, সুনামগঞ্জের মানুষ পানির উপর নির্ভরশীল। তাই এখানকার জলধারকে পুঞ্জীভূত করে কাজে লাগাতে হবে। জলবায়ুর পরিবর্তনের কারণ, কখনও অতি বৃষ্টি, বজ্রপাত, খরা, স্বল্পবৃষ্টির কারণে হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। টেকসই উন্নয়নের জন্য শুধু কর্মশালায় সীমাবদ্ধ না থেকে অন্তত একটি হাওরকে পাইলট প্রকল্পের আওতায় আনার চেষ্টা করতে হবে। তাহলেই এই কর্মসূচি সফল হবে।

এসডি পাথওয়ে প্রজেক্ট ডাইরেক্টর মো. খালেদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, প্রকৃতিকে কাজে লাগিয়ে দেশি মাছ বিলুপ্তি ঠেকানো ও পাখি ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে জলবায়ু পরিবর্তন অভিযোজনকে একীভূত করা সম্ভব হবে। 

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, এসডি পাথওয়ে প্রজেক্টের ম্যানেজার মো. মোবারক হোসাইন সাজিদ, ডেপুটি ডাইরেক্টর মো. ইলিয়াস মাহমুদ, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ফেরদৌস আনোয়ার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, সুনামগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০