জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:২৯
ছবি: বাসস

জয়পুরহাট, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে এক র‌্যালি সিভিল সার্জন কার্যালয় হতে বের হয়ে তা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 

র‌্যালি শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন ডা. মো. আল মামুন। এসভায় বক্তব্য দেন, জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায়, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক জাকারিয়া হোসেন প্রমুখ। 

সভায় জানানো হয়, মাতৃদুগ্ধ পানে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। আগামীতে জনসচেতনতা বৃদ্ধি করে মাতৃদুগ্ধ পানে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আমাদের দেশের সাধারণ মায়েদের মধ্যে মাতৃদুগ্ধ পানের শতকার হার ৫০ ভাগের উর্দ্ধে নিয়ে যেতে সক্ষম হবো। এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সমাজের সকল শ্রেণির নাগরিকের সহযোগিতা কামনা করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার
পুলিশের ১২ ডিআইজি বদলি 
১০